
14 January 2026
কমিউনিটি: বৃষ্টি, সংস্কৃতি আর পরিবেশ সচেতনতার বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বর্ষা উৎসব – মনসুন ফেস্টিভ্যাল
SBS Bangla - এসবিএস বাংলা
About
সম্প্রতি মেলবোর্নে অনুষ্ঠিত হলো 'মনসুন ফেস্টিভ্যাল' বা বর্ষা উৎসব। প্রবাসে বাংলাভাষীদের সংস্কৃতি উদযাপন এবং পানি সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের সচেতনতা বৃদ্ধিই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা নুসরাত ইসলাম বর্ষা কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।